ডিএনএস সেটিংস, নেমসার্ভার, কাস্টম ডোমেইন – একসাথে সবকিছু বিস্তারিতভাবে বুঝে নিন।
আপনার হোস্টিং কোম্পানি যেমন Hostinger, Namecheap, বা অন্য যেকোনো সার্ভিস – তারা আপনাকে Nameserver দিবে। যেমন:
ns1.dns-parking.com
ns2.dns-parking.com
যেখান থেকে আপনি ডোমেইন কিনেছেন (যেমন: topsdomain.com), সেখানে লগইন করে আপনার ডোমেইনের DNS settings বা Nameserver অপশন খুঁজুন।
পুরাতন Nameserver গুলো মুছে দিন এবং আপনার হোস্টিং এর দেয়া NS গুলো বসিয়ে দিন। Example:
DNS আপডেট হতে ১ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত লাগতে পারে। এই সময় ওয়েবসাইট একবারে চালু নাও হতে পারে।
সবকিছু ঠিকঠাক হলে এখন আপনার ডোমেইনে গিয়ে ব্রাউজ করলে ওয়েবসাইট দেখা যাবে!